নিজস্ব সংবাদদাতাঃ দুর্গাপুরঃ দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত সিনেমা হল সংলগ্ন একটি বন্ধ কারখানার ভেতর থেকে মানুষের মাথার খুলি, কঙ্কাল হাড়গোড়, হাতের বালা, একজোড়া কালো জুতো উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন প্রথম এটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পুলিশ এসে জিনিসগুলি উদ্ধার করে। তবে পুলিশের প্রাথমিক অনুমান যে এটি কোনো পুরুষের মৃতদেহ। আর সম্ভবত কয়েক মাস তাকে অন্য কোথাও খুন করে এই বন্ধ কারখানার মধ্যে মাথার খুলি ও হাড়গোড় ফেলে দেওয়া হয়েছে।
কিন্তু এই খুন কারখানার ভেতরে করা হয়েছে কিনা তা সম্পূর্ণ নিশ্চিত নয়। পুলিশের পক্ষ থেকে ফরেন্সিক বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবেন। আর এই নমুনা সংগ্রহের পর ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হলে খুনের পুরো বিষয়টি সম্পর্কে সঠিক তথ্য হাতে আসবে। এছাড়া এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে কোকওভেন থানার পুলিশ।
আপাতত এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী।