নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আজ সাঁকরাইলের ধূলাগড় এলাকায় চৌরাস্তার ধারে রাস্তার পাশে থাকা বেশ কয়েকটি দোকানে আগুন লেগে যায়। যার জেরে ভস্মীভূত হয়ে যায় ১০ থেকে ১২ টি দোকান।
স্থানীয়রা জানান, একটি মিষ্টির দোকানের গ্যাস সিলিন্ডার থেকেই এই ভয়াবহ আগুন লাগে। তারপরই দ্রুত সেই আগুন নিকটবর্তী দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। দমকলে খবর দেওয়া হলে খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে দমকলের ২ টি ইঞ্জিন আসে। প্রায় ২ ঘণ্টার টানা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এক্ষেত্রে দমকলকর্মীদের প্রাথমিক অনুমান, মিষ্টির দোকানে শর্টসার্কিট থেকেই এই বড়ো দুর্ঘটনাটি ঘটেছে। তবে আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ। দোকানগুলিতে প্রয়োজনীয় নথিপত্র ও অগ্নি নির্বাপনের ব্যবস্থা ছিল কিনা তাও খতিয়ে দেখা হবে।
ভয়াবহ এই অগ্নিশিখার দাপট দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী।