মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ ভাগ্যই পারে মানুষকে রাতারাতি কোটিপতি করতে। আর ঠিক এরকমই এক ঘটনা ঘটল উত্তর চব্বিশ পরগণার বনগাঁয় গোপাল সাহার বাড়িতে।
গোপালবাবু দিনমজুরের কাজ করেন। করোনা পরিস্থিতিতে তার কাজও হতো নামমাত্র। অথচ ঘরে তার দুই মেয়ে আছে। অত্যন্ত অভাবের মধ্যে দিয়েই তাদের জীবন কাটত।
তবে একসময় তার লটারির টিকিট কেনার খুব নেশা ছিল তবে বাড়ির অশান্তিতে তিনি টিকিট কেনা ছেড়ে দিয়েছিলেন। তবে সংসারের প্রচণ্ড অভাবের তাড়নায় সামান্য কিছু পাওয়ার আশায় গতকাল সকালে হঠাৎ একটা লটারির টিকিট কিনে ফেললেন। তারপরই তিনি জানতে পারলেন ওই টিকিটে তার এক কোটি টাকা বেঁধেছে।
এই খবর শোনা মাত্র তিনি আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন। তিনি জানান, তার মেয়েদের পড়াশুনা করার অনেক ইচ্ছা। তাই তিনি ওই প্রাপ্ত টাকা দিয়ে তার মেয়েদের উচ্চশিক্ষিত করে মানুষের মতো মানুষ করবেন।
আপাতত তাদের অভাবের জীবন স্বচ্ছলতায় ভরে উঠবে।