Indian Prime Time
True News only ....

তুরস্কে থাকবে না আর সোনার অভাব আসুন জেনে নিই তার কারণ

- sponsored -

- sponsored -

- Slide Ad -

ব্যুরো নিউজঃ স্বর্ণ ভাণ্ডারের ঘটনা প্রায়শই শোনা যায়। তবে এবার বিশাল স্বর্ণ ভাণ্ডার উদ্ধার হলো তুরস্কের মধ্য পশ্চিম সোগুটে। এই খনি থেকে পুরোপুরি ভাবে স্বর্ণ উদ্ধার করা সম্ভব না হলেও মনে করা হচ্ছে যে এখনো এই বিরাট স্বর্ণ খনিতে প্রায় ৯৯ টন সোনা রয়েছে।

স্থানীয় সংবাদসংস্থা আনাডোলুর পক্ষ থেকে খবরটি জানা যায়। তুরস্ক গাবরেটাস ফার্টিলাইজার প্রোডাকশন অ্যাগ্রিকালচারল ক্রেডিট কোয়াপারেটিভ প্রধান ফাহরেটিন পোরাজে এই খবরটি প্রথম প্রকাশ্যে আনেন। অনুমান করা হচ্ছে যে এই সোনার ভাণ্ডারে সোনার মূল্য ৬ বিলিয়ান ডলার বা ৪৪হাজার কোটি টাকা। যার ফলে মনে করা হচ্ছে আর কোনো অভাব থাকবে না এই দেশে।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

সেপ্টেম্বর মাসে তুরস্কের মন্ত্রী ফাতেহ ডনমেজ জানিয়েছেন যে, “ইতিমধ্যেই দেশে ৩৮ টন সোনা উত্‍পাদন হয়েছে। পরবর্তী ৫ বছরে ১০০ টন সোনা উৎপাদন করার লক্ষ্যে আছে ওই দেশ। এর ফলে তুরস্কের অর্থনীতি অনেকটাই ঘুরে দাঁড়াবে”।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী অন্যান্য দেশের জিডিপির থেকে তুরস্কে উদ্ধারপ্রাপ্ত সোনার ভাণ্ডারের জিডিপি অনেক বেশি। যা এই দেশের অর্থনীতির ভিতকে আরো মজবুত করবে।

 

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored