ব্যুরো নিউজঃ ব্রিটেনে নতুন করে ভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ায় আতঙ্কে ভুগছিল বিশ্ববাসী। এই ভাইরাস স্ট্রেনের সংক্রমণ প্রায় ৭০% দ্রুত।
তবে WHO (World Health organization) এর মতে বিশেষ চিন্তার কোনো প্রয়োজন নেই। ভাইরাসের বিবর্তনের ক্ষেত্রে এটি একটি স্বাভাবিক বিষয়।
WHO-র বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন জানান, “এখনও পর্যন্ত একাধিক মিউটেশন হয়েছে। কিন্তু সেভাবে কোনো প্রভাব ফেলেনি। তবে আশা করা যায় ভ্যাক্সিনের মাধ্যমে এই সমস্যা সমাধান করা যাবে”।
তবে এই নতুন স্ট্রেন আবিষ্কার নিয়ে আশার আলো দেখছেন গবেষকরা। তবে সে নিয়ে এখনো স্পষ্ট কিছু জানাননি। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যেই বিশ্বের নানা দেশ বিমান পরিষেবার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এবং সাবধানতা ও সুরক্ষা বিধি মেনে চলার কথা বারবারই বলা হচ্ছে।