চয়ন রায়ঃ আগামী বিধানসভা নির্বাচনে বাংলা জয়লাভের জন্য তৎপর হয়ে উঠেছে বিজেপি। তাই বাংলাকে টার্গেটে রেখে বিধানসভা ভোটের আগে বার বঙ্গ সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
গতকাল মেদিনীপুরে রাজনৈতিক সভা করেছিলেন। আজ সকালে তিনি নিউটাউনের হোটেল থেকে বেরিয়ে কলকাতা বিমানবন্দরে পৌঁছান। এবং সেখান থেকে বীরভূমের বোলপুরের উদ্দেশ্যে রওনা করেছিলেন। অবশেষে শান্তিনিকেতনের ফুটবল খেলার মাঠে তাঁর হেলিকপ্টার আসলে সেখানে তাঁকে বিজেপি নেতা মন্ত্রীরা স্বাগত জানান। সেখান থেকে তিনি বিশ্বভারতীর উদ্দেশ্যে যাত্রা করেন। তিনি বোলপুরে পৌঁছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্য দান করেন। আর আজ তিনি রতনপল্লিতে বাউল বাসুদেব দাসের বাড়িতে মধ্যাহ্নভোজ সম্পন্ন করেন।
তাঁর এই বঙ্গ সফর কতোটা সফল হবে তা বিধানসভা নির্বাচনের ফলাফলেই প্রকাশ পাবে।