নদীয়াঃ ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেলো নদীয়ার করিমপুরের পিপুল খোলা গ্রামের মালোপাড়ার পাঁচটি বাড়ি।
স্থানীয় সূত্রে জানা যায়, রান্না করার সমইয় আগুন লেগেই এই বিপত্তি ঘটে। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলেই উপস্থিত হয় করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়। আর তারপরই সাথে সাথে তাদের কিছু টাকা দিয়ে সহায়তা করেন। এমনকি তিনি ওই অসহায় পরিবারের হাতে শীত বস্ত্রও তুলে দেন। এবং ওই পরিবারগুলির পাশে থাকার আশ্বাসও দেন।
এর পাশাপাশি বিষয়টি বিডিও অফিস ও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে জানানো হয়। তবে মর্মান্তিক এই ঘটনায় অত্যন্ত হতাশাগ্রস্ত পরিবারগুলি।