ব্যুরো নিউজঃ বিশ্বের অনেক দেশে করোনা ভ্যাক্সিন বেরিয়ে গেছে। যার ফলে ইতিমধ্যেই আমেরিকা ও ব্রিটেনে ভ্যাক্সিন দেওয়া শুরু হয়ে গেছে। তবে এরই মধ্যে ব্রিটেনে নতুন করে করোনা সংক্রমণ শুরু হয়েছে। এখনো পর্যন্ত ব্রিটেনে মোট করোনা আক্রান্ত হয়েছে প্রায় ১৯ লাখ আর মৃত্যু হয়েছে ৬৪ হাজারেরও বেশি। যার ফলে ফের আতঙ্ক ছড়িয়েছে সমগ্র ব্রিটেনে।
ব্রিটেনে এক সপ্তাহের মধ্যে করোনা আতঙ্কের সংখ্যা দ্বিগুণ হয়েছে। দক্ষিণ-পূর্বে ইংল্যান্ডে এই সংক্রমণের জেরে নতুন করে সমস্যার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে রেস্তোরা, থিয়েটার, পানশালা সব বন্ধ করা হয়েছে। কিন্তু দোকান, শিক্ষাপ্রতিষ্ঠান, টেকওয়ে কাউন্টারগুলি খোলা আছে। তবে কোথাও একসাথে ৬ জনের বেশি জমায়েতের অনুমতি নেই।
ইংল্যান্ডের প্রধান স্বাস্থ্য আধিকারিক ক্রিস হুইটি জানিয়েছেন, “নতুন এই করোনা ভাইরাস আরো বেশি ভয়াবহ কিনা তার যেমন কোনো তথ্য প্রমাণ এখনো আসেনি ঠিক তেমনই এই ঘটনার কারণ সম্পর্কে কোনো খোঁজও পাওয়া যায়নি”। তবে এই ঘটনার পুনরাবৃত্তিতে যথেষ্ট উদ্বিঘ্ন দেখা দিয়েছে সমগ্র ব্রিটেনে।