নিজস্ব সংবাদদাতাঃ অন্ধ্রপ্রদেশঃ বুধবার অন্ধ্রপ্রদেশে একাদশ-দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। কিন্তু বহু পড়ুয়া তাতে অকৃতকার্য হয়েছে। এদের মধ্যে হতাশায় আত্মহত্যা করেছে অন্ধ্রপ্রদেশের ৯ জন পড়ুয়া।
সূত্রের খবর, বিশাখাপত্তনমে ১৬ বছর বয়সী অখিলাশ্রী নামে একাদশ শ্রেণীর এক জন ছাত্রী কয়েকটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় নিজের বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়। চিত্তুরে ১৭ বছর বয়সী বাবু নামে দ্বাদশ শ্রেণীর এক জন ছাত্র কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়। ১৭ বছর বয়সী অনুষা নামে এক জন ছাত্রী হ্রদে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে।
১৭ বছর বয়সী টি কিরণ নামে এক জন ছাত্র বাড়িতেই আত্মহত্যা করে। শ্রীকাকুলাম জেলায় ১৭ বছর বয়সী বি তরুণ নামে এক জন ছাত্র প্রায় সব বিষয়ে অকৃতকার্য হওয়ায় ট্রেনের সামনে ঝাঁপ দেয়। বিশাখাপত্তনমে ১৮ বছর বয়সী বি জগদীশ নামে দ্বাদশ শ্রেণীর ছাত্র এক জন পড়ুয়া আত্মঘাতী হয়েছেন। এছাড়াও আরো তিন জন আত্মহত্যা করেছে।
চলতি বছর দশ লক্ষ পড়ুয়া বোর্ডের পরীক্ষায় বসেছিল। একাদশ শ্রেণীতে ৬১ শতাংশ পাশের হার ছিল। দ্বাদশ শ্রেণীতে ৭২ শতাংশ পাশের হার ছিল। একসঙ্গে এত জন পড়ুয়া আত্মহত্যা করায় শোরগোল পড়ে গিয়েছে। এই পরিস্থিতি দেখে পুলিশ ও মনোবিদরা রাজ্যের পড়ুয়াদের কাছে আবেদন করেছেন, তারা যেন চরম পদক্ষেপ না করে।