নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রঃ মহারাষ্ট্রের পালঘরে নালাসোপারা থানায় লকআপের ভিতর মধ্যাহ্নভোজের পর একসাথে অসুস্থ হয়ে পড়লেন ৯ জন বিচারাধীন বন্দি।
থানার সূত্রে জানা যাচ্ছে, প্রথমে দুই জন বিচারাধীন বন্দি অসুস্থ হয়ে পড়েন। বার বার বমি করা ছাড়াও অস্বস্তি বোধ করতে থাকেন। পরে ওই লকআপের ভিতর আরো অনেকে অসুস্থবোধ করেন। এরপর ওই বন্দিদের সোপারা এলাকার স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আপাতত ওই নয় জন বন্দি বিপন্মুক্ত। কিন্তু আপাতত তাদের চিকিৎসা চলছে। আর খাদ্যে বিষক্রিয়ার জেরেই বন্দিরা অসুস্থ হয়ে পড়েন বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে।
জেলার এক আধিকারিক জানান, “বন্দিদের সরকারী মেস থেকে খাবার দেওয়া হয়েছিল। ইতিমধ্যে ওই খাবারের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।”