ইজরায়েলি হানায় ৯ সন্তানকে হারালেন গাজার চিকিৎসক

Share

ব্যুরো নিউজঃ ইজরায়েলঃ আজ ইজরায়েলি বোমারু বিমানের হানায় দক্ষিণ গাজার খান ইউনিস শহরের নাসের হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ আলা-আল-নাজ্জা নিজের ৯ জন সন্তানকে হারালেন। সূত্রের খবর, এদিন যখন চিকিৎসক আলা-আল-নাজ্জা ইজরায়েলি হানায় আক্রান্ত গাজাবাসীর চিকিৎসা করছিলেন ঠিক তখনই তাঁর বাড়িতে বোমারু বিমানের হামলা হয়। ওই বিস্ফোরণে ডঃ আলা-আল-নাজ্জার ন’জন সন্তানদের দেহ টুকরো টুকরো হয়ে গিয়েছে। মৃত সন্তানদের বয়স ছ’বছর থেকে বারো বছরের মধ্যে ছিল।

এই শহরে ইজরায়েলি বাহিনী ধারাবাহিক ভাবে হামলা চালিয়ে যাচ্ছে। এর জেরে ডঃ আলা-আল-নাজ্জার বাড়িতেও বোমা এসে পড়েছে। ফলে ঘটনার সময় তার স্বামী সহ দশ জন সন্তান বাড়িতে থাকায় ন’জন সন্তানেরই মৃত্যু হয়। আর বাড়িও ধ্বংস হয়ে গিয়েছে। এরপর আধপোড়া, খণ্ডিত দেহাংশগুলি নাসের হাসপাতালেই নিয়ে আসা হয়েছিল। হাসপাতাল সূত্রে জানা যায়, ডঃ আলা-আল-নাজ্জার স্বামী ও এগারো বছর বয়সী এক জন সন্তানের চিকিৎসা চলছে। এই ঘটনায় ইজরায়েলি সেনার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গাজা ভূখণ্ডে সাধারণ মানুষের মৃত্যুর জন্য ইজরায়েল বরাবরই প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের দিকেই দায় ঠেলে গিয়েছে। ইজরায়েলের দাবী, “হামাস সাধারণের বসতি এলাকায় সামরিক ঘাঁটি তৈরী করেছে। তাই হামাসই গাজাবাসীর মৃত্যুর জন্য দায়ী।” এদিন ইজরায়েলি বাহিনী একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, “গতকাল থেকে ইজরায়েল গাজায় একশোটিরও বেশী নিশানায় আঘাত হেনেছে।” গাজার স্বাস্থ্য মন্ত্রকের দাবী, “গতকাল দুপুরবেলা থেকে শনিবার দুপুর অবধি ইজরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৭৪ জনের মৃত্যু হয়েছে।”




Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031