চয়ন রায়ঃ কলকাতাঃ এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গ্রুপ সি পদে ৭৮৫ জনের চাকরীর সুপারিশপত্র বাতিল করতে এসএসসিকে (স্কুল সার্ভিস কমিশন) নির্দেশ দিলেন। এছাড়া সুপারিশপত্র ছাড়াই নিয়োগপত্র পাওয়া ৫৭ জনের চাকরী বাতিল করতে বললেন।
পাশাপাশি দশ দিনের মধ্যে কমিশনকে শূন্যপদে ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। আর আজ থেকেই এই গ্রুপ সি কর্মীরা বিদ্যালয়ে ঢুকতে পারবেন না। এমনকি বিদ্যালয়ের কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন নাবলে নির্দেশ দেওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
আগামীকাল দুপুরবেলা ১২টার মধ্যে এসএসসিকে বিজ্ঞপ্তি জারি করে চাকরীর সুপারিশপত্র বাতিল করতে হবে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, এসএসসি উচ্চ প্রাথমিক, মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক স্তরে নিয়োগের ক্ষেত্রে সুপারিশপত্র দেয়। আর মধ্যশিক্ষা পর্ষদ তার ভিত্তিতে নিয়োগপত্র দেয়।
Sponsored Ads
Display Your Ads Here
ফলে নিয়ম অনুযায়ী, সুপারিশপত্র না দিলে নিয়োগপত্র দেওয়া যায় না। কিন্তু এই ৫৭ জনের ক্ষেত্রে এসএসসি অফিস থেকে কোনো সুপারিশপত্র দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
Sponsored Ads
Display Your Ads Here