ব্যুরো নিউজঃ অস্ট্রেলিয়াঃ ফের অস্ট্রেলিয়ার সিডনিতে করোনার আতঙ্ক মাথাচাড়া দিয়েছে। কার্নিভ্যাল অস্ট্রেলিয়া সংস্থার ম্যাজেস্টিক প্রিন্সেস নামে একটি জাহাজ এই বন্দর-শহরে নোঙর করেছে। যার মধ্যে ৮০০ জন যাত্রী করোনা সংক্রমিত। এই খবর প্রকাশ্যে আসতেই প্রশাসন নতুন করে করোনা বিধিনিষেধ জারি করেছে।
নিউ সাউথ ওয়েলস স্টেটের স্বাস্থ্য বিভাগের আশঙ্কা, এর ফলে সিডনি সহ সারা অস্ট্রেলিয়াতে আবারও করোনা ছড়াতে পারে। ২০২০ সালেও সিডনিতে একই ঘটনা ঘটেছিল। রুবি প্রিন্সেস নামে একটি প্রমোদতরী সিডনি বন্দরে নোঙর করে। ওই প্রমোদতরীতেও বহু যাত্রী সংক্রামিত হয়েছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here
এর জেরে গোটা নিউ সাউথ ওয়েলসে ৯১৪ জন সংক্রমিত হন। আর ২৮ জনের মৃত্যু হয়। স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও’নেইল ওই ঘটনা থেকে শিক্ষা নিয়ে প্রশাসন সচেতন হয়েছে জানিয়ে বলেন, “সুস্থ হলে এক এক করে যাত্রীদের জাহাজ থেকে বের করে আনা হবে।”
Sponsored Ads
Display Your Ads Here
জাহাজ সংস্থা কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা সংক্রমিত রোগীদের নিভৃতাবাসে রাখা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা চলছে। জাহাজের কর্মীরা রোগীদের উপর নজর রাখছেন। প্রসঙ্গত, গত কয়েক দিন ধরে অস্ট্রেলিয়ায় করোনা সংক্রমণ বেড়েছে। গবেষকরা করোনা সংক্রমণের জন্য ওমিক্রনের এক্সবিবি প্রজাতিকে জন্য দায়ী করছেন।
Sponsored Ads
Display Your Ads Here