ব্যুরো নিউজঃ রাশিয়াঃ রাশিয়ার দুই শহরে দুষ্কৃতীদের হামলায় ৮ জন পুলিশ মারা গিয়েছেন। আর ১২ জন পুলিশ আহত হয়েছেন। রবিবার রাশিয়ার দাগেস্তানের উত্তর কাউকাসাস এলাকার উপকূলবর্তী শহর দারবেন্ত এবং দাগেস্তানের বৃহত্তম শহর মাখাচকালার একাধিক গির্জা এবং সিনাগগে (ইহুদিদের উপাসনালয়) দুষ্কৃতীরা হামলা চালায়। এখনও পর্যন্ত এই ঘটনায় আট জন পুলিশকর্মী ছাড়া এক যাজকের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে।
সূত্রে খবর, দুষ্কৃতীরা গির্জা এবং সিনাগগে হামলা চালালে পাল্টা জবাব দেয় পুলিশও। গুলিবর্ষণে মাখাচকালায় চার জন এবং দারবেন্তে দু’জন দুষ্কৃতী মারা গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই হামলার নেপথ্যে কে, তা এখনও জানা যায়নি। তবে ঘটনার প্রভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রাস্তায় নেমেছেন স্থানীয় পুলিশ এবং নিরাপত্তারক্ষীরা।