নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রঃ গতকাল মহারাষ্ট্রের নভি মুম্বইয়ে তীব্র গরমে অসুস্থ হয়ে মৃত্যু হলো প্রায় ৮ জনের। আর অসুস্থ বহু মানুষ।
সূত্রের খবর, এলাকায় ‘মহারাষ্ট্র ভূষণ পুরস্কার’ প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীশ সহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ছিলেন। অমিত শাহ ওই অনুষ্ঠানে সমাজকর্মী দত্তাত্রেয় নারায়ণের হাতে পুরস্কার তুলে দিয়েছিলেন। কিন্তু প্রচণ্ড রোদে দর্শকরা খোলা আকাশের নীচে বসে অনুষ্ঠান দেখায় সানস্ট্রোকে প্রায় ৫০ জন অসুস্থ হয়ে পড়ে।
ফলে অসুস্থদের হাসপাতালে ভর্তি করানো হলে আট জনের মৃত্যু হয়। আর বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একনাথ শিন্ড অসুস্থদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন। এছাড়া দুঃখপ্রকাশ করে জানান, ‘‘মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে।’’
পাশাপাশি উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীশও টুইট করে লেখেন, ‘‘হিটস্ট্রোকে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি।’’ উল্লেখ্য ওই দিন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রী সেলসিয়াস ছিল।