ব্যুরো নিউজঃ পাকিস্তানঃ আজ পাকিস্তানের সিন্ধের কাশমোর জেলার কান্ধকোট তহসিলের জাঙ্গি সব্জওয়াই গোঠ নামে একটি প্রত্যন্ত গ্রামে বিস্ফোরণ ঘটে মৃত্যু হলো কয়েকজন শিশুর।
সূত্রের খবর, ওই শিশুরা বাড়ির বাইরের উঠোনে খেলা করছিল। প্রত্যেকের হাতে একটি রকেট লঞ্চারের তাজা শেল ছিল। খেলার শেষে সকলে নিজেদের বাড়িতে শেলটি নিয়ে যায়। এরপর আচমকা ওই শেল ফেটেই বিস্ফোরণ হয়। এর জেরে ওই পরিবারের চারটি শিশু, দু’জন মহিলা ও এক জন পুরুষের মৃত্যু হয়ছে। কিন্তু সিন্ধের ওই গ্রামে রকেট লঞ্চারের শেল আসলো কিভাবে তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে।
Sponsored Ads
Display Your Ads Here
সিন্ধের মুখ্যমন্ত্রী বিচারপতি মকবুল বাকার এই বিষয়ে প্রদেশীয় ইনস্পেক্টর জেনারেলের কাছে রিপোর্ট তলব করে জানতে চেয়েছেন, ‘‘কান্ধকোটের কচ্ছ এলাকায় কি অস্ত্রপাচার হচ্ছে? ওই গ্রামে কি কোনো ডাকাতদের ডেরা রয়েছে? যারা এই অস্ত্র পাচারে সাহায্য করে?’’ কাশমোর কান্ধকোটের সিনিয়র পুলিশ সুপার রোহিল খোসা জানান, ‘‘ঘটনাটির বিশদে তদন্ত করে দেখা হচ্ছে। দ্রুত রিপোর্ট জমা দেওয়া হবে।’’
Sponsored Ads
Display Your Ads Here