নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ তীব্র তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টি হলেও বর্ধমানে চরম বিপত্তি ঘটে গেল। সোমবারের পরে গতকালও পূর্ব বর্ধমানে বজ্রাঘাতে ৩ জনের মৃত্যু হয়েছে। আর ১ জন আহত হয়েছেন। মৃতরা হলো ভাতারের কাপশোড়ের বাসিন্দা ১৪ বছর বয়সী শেখ আবুল হায়াত, ৫৬ বছর বয়সী মন্টু সিংহ ও ৬৩ বছর বয়সী নিখিল ঘোষ। আর আহত হলেন ৫৮ বছর বয়সী দুর্গা ক্ষেত্রপাল। সকলের বাড়ি বর্ধমান থানার কমলপুর এবং মন্তেশ্বর থানা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যাবেলা হঠাৎ ঝড়-বৃষ্টি সহ বজ্রপাত শুরু হয়। ওই সময় মন্টু ও দুর্গা কমলপুরে মাঠে গরু চড়িয়ে বাড়ি ফিরছিলেন। ঠিক তখনই একটি তীব্র বজ্রপাত হতেই দু’জন মাটিতে লুটিয়ে পড়েন। মাঠে উপস্থিত অন্যান্য বাসিন্দারা মন্টু এবং দুর্গাকে উদ্ধার করে তড়িঘড়ি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মন্টুকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় দুর্গা চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া মন্তেশ্বর থানা এলাকাতে নিখিল ঘোষ নামে এক জন ব্যক্তির বজ্রপাতে মৃত্যু হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
অন্য দিকে, আবুল বিদ্যালয় থেকে বাড়ি ফিরে মাঠে গোরু আনতে গিয়ে বজ্রাঘাতের কারণে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর বেশ কিছুক্ষণ কেটে গেলেও সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খুঁজতে বেরোয়। তারপর গুরুতর আহত অবস্থায় আবুলকে উদ্ধার করে ভাতার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। উল্লেখ্য, সোমবার বিকেলবেলা পূর্ব বর্ধমানে বজ্রাঘাতে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মঙ্গলকোটে চার জন ও নাদনঘাটে এক জনের মৃত্যু হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here