Indian Prime Time
True News only ....

সেতু থেকে নদীর চরে গাড়ি উল্টে প্রাণ হারালো একই পরিবারের ৮ জন

নিজস্ব সংবাদাতাঃ মধ্যপ্রদেশঃ আজ সকালবেলা ১০টা ১৫ মিনিট নাগাদ মধ্যপ্রদেশের দামোহ জেলার নোহাটা থানা এলাকায় একটি পরিবার গাড়ি নিয়ে ডাক্তার দেখিয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উঁচু সেতু থেকে সোজা নদীর চরে পড়ে ঘটনাস্থলে দু’জন শিশু সহ একই পরিবারের মোট ৮ জন সদস্যের মৃত্যু হয়েছে। আর আরো ৬ জন আহত হয়েছেন।

সূত্রের খবর, মধ্যপ্রদেশের জব্বলপুর জেলার ওই পরিবারের এক জন সদস্য অসুস্থ হয়ে পড়ায় পরিবারের সদস্যরা গাড়ি নিয়ে স্থানীয় এক জন বৈদ্যের কাছ থেকে কিছু ভেষজ ওষধি নিতে বেরিয়েছিল। এরপর ফেরার পথে গাড়িটি সিমরি গ্রামের কাছে সুনার নদীর উপর সেতু দিয়ে যাচ্ছিল। গাড়িতে একই পরিবারের পনেরো জন সদস্য ছিলেন। কিন্তু আচমকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মুহূর্তের মধ্যে সেতু থেকে নীচে শুষ্ক নদীবক্ষে আছড়ে পড়ে। এরপর দ্রুত বাসিন্দারা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। আর পুলিশের কাছেও খবর দেন।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান। তারপর দুমড়েমুচড়ে যাওয়া গাড়িটি থেকে কোনোক্রমে ভিতরে থাকা আরোহীদের বের করে আনা হয়। ততক্ষণে অবশ্য গাড়ির মধ্যে ছয় জন মারা যান। আর বাকি আহতদের দামোহ জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলে সেখানে দু’জন শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এছাড়া আহত বাকিদের উন্নততর চিকিৎসার জন্য বিশেষ গ্রিন করিডোর তৈরী করে দ্রুত জব্বলপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এছাড়া মৃতদেহগুলি জাবেরা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Get real time updates directly on you device, subscribe now.