অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ ঢাকুরিয়ার কাকুলিয়া রোডে ভয়াবহ আগুন লেগে আটটি বাড়ি একবারে পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার পর ঢাকুরিয়ার বস্তিতে একের পর এক ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হতে শুরু করে। চারিদিক ধোঁয়ায় ঢেকে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এদিন সন্ধ্যাবেলা ৭টা ৩০ মিনিট নাগাদ বন্ধ বাড়িতে ধূপের আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা খবর পেয়ে মোট সাতটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। দমকল সূত্রে জানা গিয়েছে, অতি দ্রুত দমকল বাহিনী পৌঁছে যাওয়ায় বড়োসড়ো অগ্নিকাণ্ড ঘটার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। ইতিমধ্যে পুলিশ ও দমকল আধিকারিকরা অগ্নিকাণ্ডের তদন্ত শুরু করে দিয়েছে।
এলাকাবাসীদের অভিযোগ, “প্রমোটিংয়ের জন্য আগুন ধরানো হয়েছে।” এদিকে, কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছে ক্ষতিগ্রস্ত বাড়িগুলির পুননির্মাণ করে দেওয়া হবে বলে আশ্বাস দেন। অন্যদিকে, এই অগ্নিকাণ্ডের জেরে বালিগঞ্জ সংলগ্ন কাকুলিয়া রোড এলাকায় স্বাভাবিক যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।