নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ বাঁকুড়ার ওন্দা ব্লকের তেঘরিয়া গ্রামে অচেনা ফল খেয়ে আচমকা অসুস্থ হয়ে পড়লো ৮ জন শিশু। অসুস্থদের সকলের বয়স ৭ থেকে ১৪ বছরের মধ্যে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মতো শিশুরা বিদ্যালয় থেকে বাড়িতে ফেরার পর গ্রাম সংলগ্ন মাঠে খেলতে গিয়েছিল। খেলার ফাঁকে মাঠের ধারে কিছু ফল পড়ে থাকতে দেখে সেগুলোকে বাদাম মনে করে খোসা ছাড়িয়ে খেয়ে নেয়। এরপর খেলার শেষে বাড়ি ফিরে গিয়েছিল। কিন্তু সন্ধ্যাবেলার পর থেকে একের পর এক শিশু অসুস্থ হতে শুরু করে।
Sponsored Ads
Display Your Ads Here
বমি, পেটব্যথা ও পায়খানার মতো উপসর্গ দেখা দেয়। তারপর অসুস্থ শিশুরা ওই ফল খাওয়ার কথা জানায়। এরপরেই অভিভাবকরা স্থানীয় রামসাগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করালে পরে শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতাল এবং পরে জেলার সম্মিলনী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।
Sponsored Ads
Display Your Ads Here
পরে জানা গিয়েছে যে, ওই শিশুরা বাদাম মনে করে বিষাক্ত ভ্যারেন্ডা ফলের বীজ খেয়ে ফেলায় এই বিপত্তি ঘটেছে। আপাতত সকলে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সকলকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here