নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ গত রবিবার উত্তর চব্বিশ পরগণার দত্তপুকুরে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের পরেই পুলিশ হুগলীর বাজি তৈরীর অন্যতম কেন্দ্র বেগমপুরে হানা দিয়েছিলেন। কিন্তু গ্রামীণ জেলা পুলিশের আধিকারিকেরা বাজি তৈরী বন্ধ বলে দাবী করেছিলেন।
তবে মঙ্গলবার রাতেরবেলাই বেগমপুরের একটি দোকানের গুদাম থেকে ৩০০ কেজি বাজি ও ৪০০ কেজি বাজির মশলা উদ্ধার হয়েছে। এই উদ্ধার হওয়া বাজির মধ্যে আতশবাজির পাশাপাশি চকলেট বোমার মতো শব্দবাজিও রয়েছে। আর ওই বাজি এবং বাজি তৈরীর মশলা মজুত করার অভিযোগে স্বপন সাধুখাঁ এবং রঞ্জন চৌধুরী নামে দু’জনকে গ্রেফতার করে শ্রীরামপুর আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here