নিজস্ব সংবাদদাতাঃ বিহারঃ গতকাল রাতেরবেলা বিহারে পূর্ব চম্পারণের রামগারওয়া থানার অন্তর্গত নরিরগীর অঞ্চলে ইটভাটার চিমনি ফেটে মৃত্যু হলো ৭ জন শ্রমিকের। আর গুরুতর আহত হয়েছেন প্রায় ১২ জন। ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, ইটভাটায় কাজ চলাকালীন হঠাৎ বিস্ফোরণের প্রচণ্ড শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের সময় যে কয়েক জন শ্রমিক চিমনির কাছে ছিলেন তারাই দুর্ঘটনার শিকার হন। বিস্ফোরণের শব্দে এলাকাবাসীরা দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধারের কাজ শুরু করার পাশাপাশি পুলিশের কাছে খবর দেন।
এরপর পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা দুর্ঘটনাস্থলে এসে পৌঁছান। পাশাপাশি ১০ টি অ্যাম্বুলেন্স ও দমকলের গাড়ি এসে পৌঁছায়। তারপর আহতদের স্থানীয় ব্লক স্বাস্থ্যকেন্দ্র ভর্তি করানো হয়। আর সেখান থেকে গুরুতর আহতদের জেলাসদর মোতিহারিতে স্থানান্তর করা হয়।
জেলার পুলিশ সুপার (রক্সৌল) জানান, “ইতিমধ্যে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু কএয়া হয়েছে।” তবে প্রায়শই এই এলাকায় ইটভাটায় শ্রমিকের মৃত্যু বা জখমের ঘটনা ঘটে থাকে।