নিজস্ব সংবাদদাতাঃ হরিয়ানাঃ গতকাল গভীর রাতে হরিয়ানার অম্বালায় বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৭ জন প্রাণ হারিয়েছেন। আর প্রায় ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনার কবলে পড়া বাসটির ভিতরে থাকা যাত্রীরা প্রত্যেকেই পাঞ্জাবের লুধিয়ানা ও হোসিয়ারপুরের বাসিন্দা।
সূত্রের খবর, বাসটি ষাট জন যাত্রীকে নিয়ে মথুরা এবং বৃন্দাবনে ঘুরতে গিয়েছিলেন। ফেরার সময় অম্বালা-দিল্লি-জম্মু জাতীয় সড়ক ধরে যাচ্ছিল। কিন্তু হরিয়ানার কুণ্ডলী-মানেসর-পালওয়াল এক্সপ্রেসওয়েতে ঢোকার ঠিক দু’কিলোমিটার আগে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকে গিয়ে ধাক্কা মারে। ফলে এই মুখোমুখি সংঘর্ষের জেরে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এরপর আহতদের অম্বালা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতালে ভর্তি করানো হয়।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে এই দুর্ঘটনাটি ঘটলো কিভাবে তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রসঙ্গত, গত সপ্তাহেই হরিয়ানার নুহ্ এলাকায় একটি চলন্ত বাসে আগুন ধরে যায়। এই দুর্ঘটনার কারণে বাসটিতে থাকা ন’জন যাত্রী ঝলসে মারা যান। আর ১৫ জন গুরুতর ভাবে আহত হয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here