ব্যুরো নিউজঃ আফগানিস্তানঃ তালিবান শাসিত আফগানিস্তানের রাজধানী কাবুলের খালিদ জারদন এলাকায় শিয়া তীর্থযাত্রীদের একটি বাসে বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে প্রায় ৭ জনের। আর আহতের সংখ্যা অন্তত তিন গুণ বেশী।
তালিবান নিয়ন্ত্রিত কাবুল পুলিশের প্রাথমিক ধারণা, এই হামলার পিছনে পশ্চিম এশিয়ার জঙ্গি সংগঠন আইএস-এর আফগান শাখা ‘ইসলামিক স্টেট খোরাসান’ (আইএসকে) রয়েছে। তবে তালিবানের একাংশও থাকতে পারে মনে করা হচ্ছে।
২০২১ সালের আগস্ট মাসে আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স সহ বহু দেশ নাগরিকদের নিজ নিজ দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার কাজ চালাচ্ছিল। সেই সময় কাবুল বিমানবন্দরের বাইরে মানব বোমা বিস্ফোরণে বহু আফগান ও আমেরিকার সেনা নিহত হয়েছিলেন। যার দায় আইএস স্বীকার করে নিয়েছিল।