নিজস্ব সংবাদদাতাঃ উত্তরাখণ্ডঃ আজ সকালবেলা উত্তরাখণ্ডের ফাটা থেকে আসা একটি হেলিকপ্টার তীর্থযাত্রী সহ কেদারনাথের পথে ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হয়েছে হেলিকপ্টারের এক জন পাইলট সহ ৭ জন যাত্রীর। হেলিকপ্টারটি ওড়ার কিছুক্ষণের মধ্যেই উত্তরাখণ্ডের গারু চটির কাছে দুর্ঘটনাগ্রস্ত হয়।
হেলিকপ্টারটি পুণ্যার্থীদের নিয়ে দুর্গম খাদে গিয়ে পড়ে। উদ্ধারকারীরা খবর পেয়েই ঘটনাস্থলে এসে আপাতত ছ’জনের দেহ উদ্ধার করেছেন। কিন্তু এখনো অবধি মৃতদের পরিচয় জানা যায়নি। কোন রাজ্য থেকে তারা কেদারনাথের তীর্থযাত্রায় এসেছিলেন সেই তথ্যও হাতে আসেনি।
আপাত ভাবে খারাপ আবহাওয়ার জেরে দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। এই দুর্ঘটনার পর চারিদিক ধোঁয়ায় ঢেকে গিয়েছে। কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এই ঘটনায় শোকপ্রকাশ করে জানান, “ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রতিমুহূর্তে উত্তরাখণ্ড সরকারের সাথে যোগাযোগ রাখার পাশাপাশি ঘটনাটির উপরেও নজর রাখা হচ্ছে।”