ব্যুরো নিউজঃ বাংলাদেশঃ গতকাল বাংলাদেশের রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্তানের সড়ক পরিবহণ কর্পোরেশনের (বিআরটিসি) বাস কাউন্টারের পাশে ভয়াবহ বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে ৭ জনের। আর আহত হয়েছে শতাধিক।
এই ঘটনার পরেই পুলিশ ও দমকল কর্মীরা বিস্ফোরণস্থলে পৌঁছে উদ্ধারের কাজ শুরু করেন। আহতদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর। তাই নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে।
ইতিমধ্যে পুলিশ বিস্ফোরণের কারণ খুঁজতে তদন্ত শুরু করেছেন। তবে জানা যাচ্ছে, বিআরটিসির বাস কাউন্টারের পাশের একটি সাত তলা বাড়ির নীচের তলায় বিস্ফোরক রাখা ছিল। প্রাথমিক ভাবে এটি জঙ্গি হামলা মনে হলেও এখনো অবধি কোনো জঙ্গিগোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি।