নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়খণ্ডঃ কলকাতা থেকে পাটনা যাওয়ার পথে ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার বারকাঠা থানার অন্তর্গত গোরহার এলাকায় একটি যাত্রী বোঝাই বাস টাল সামলাতে না পেরে গন্তব্যে পৌঁছনোর আগেই মাঝরাস্তায় উল্টে গেল। এই দুর্ঘটনায় এখনো অবধি ৭ জনের মৃত্যু হয়েছে। আর অনেকে আহত হয়েছেন।
এই দুর্ঘটনা ঘটার পরই এলাকাবাসীরা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। ইতিমধ্যে এলাকাবাসীদের প্রচেষ্টায় প্রায় পঞ্চাশ জন যাত্রীকে উদ্ধার করা হয়। পাশাপাশি পুলিশ ও অ্যাম্বুলেন্সকে খবর দেওয়া হলে পুলিশ এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের দুর্ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে অনুমান, ওই এলাকায় সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। যে সংস্থাকে ছয় লেনের রাস্তা তৈরীর বরাত দেওয়া হয়েছে, তারাই সম্ভবত রাস্তা খোঁড়াখুঁড়ি করেছিল।
ফলে চালক দূর থেকে দেখতে না পাওয়ায় ওই ধরণের কোনো গর্তে পড়ে যাওয়ায় বাসটি উল্টে যায়। তবে যাত্রীদের একাংশ জানান, “চালক এই দুর্ঘটনার ঠিক আগেই এক বাঁক পেরিয়ে এসেছিলেন।” সুতরাং, মনে করা হচ্ছে খুব সম্ভবত সেই বাঁকটি নেওয়ার সময়েই বাসটি এক দিকে হেলে যায়। এর জেরে চালক গাড়ির উপর নিয়ন্ত্রণ রাখতে না পেরে রাস্তার এক ধারে উল্টে পড়ে। কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে কিভাবে, এখনো অবধি নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে প্রাথমিক ভিত্তিতে কিছু তথ্য সামনে এসেছে, যা খতিয়ে দেখা হচ্ছে।