নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ গতকাল উত্তরপ্রদেশের মউ জেলার ঘোসি এলাকায় বিয়ের অনুষ্ঠান চলাকালীন দেওয়াল ভেঙে মৃত্যু হলো ৭ জনের। আহত হয়েছেন ১৬ জন। এই ঘটনাকে কেন্দ্র করে বিয়েবাড়ির আনন্দ এক লহমায় কান্নার আবহে ভেসে গেল।
সূত্রের খবর, বিয়েবাড়িতে গায়ে হলুদের আচার-অনুষ্ঠানের জন্য মহিলারা ও কয়েক জন শিশু বিয়েবাড়ির সামনে দিয়ে লাইন দিয়ে আসছিল। এমন সময় হঠাৎ রাস্তার ধারে থাকা একটি দেওয়াল ভেঙে পড়ায় কয়েক জন মহিলা সহ দু’জন শিশু দেওয়ালের নীচে চাপা পড়ে যান। আর ১৬ জন আহত হয়েছেন।
এরপর দ্রুত আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এই ঘটনায় শোকপ্রকাশ করে মৃতদের পরিবার পিছু দু’লক্ষ টাকা এবং আহতদের পরিবার পিছু ৫০ হাজার করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন।