নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ আজ শিলিগুড়ির বাগডোগরার কাছে মুনি চা বাগান এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে একটি গাড়ি পথচারীদের ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায়। এর জেরে ৬ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। আর গাড়িতে থাকা পুণ্যার্থীরা আহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। বেশ কয়েক জন পুণ্যার্থী কাঁধে বাঁক নিয়ে বাগডোগরার জংলিবাবা মন্দিরে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিলেন। কিন্তু বিহারের সুজাপুরের বাবাধাম থেকে আসা ওই গাড়িটি হঠাৎ ওই এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে চলে যায়। আর রাস্তা দিয়ে হেঁটে যাওয়া পুণ্যার্থীদের ধাক্কা মেরে উল্টে পাশের নয়ানজুলিতে পড়ে যায়। প্রথমে প্রত্যক্ষদর্শীরাই উদ্ধারকাজ শুরু করেন।
এরপর পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহত ও মৃতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পাশাপাশি গাড়িটিকে জল থেকে তোলা হয়। এই দুর্ঘটনার জেরে গাড়িটি দুমড়েমুচড়ে গিয়েছে। এখনো অবধি মৃত এবং আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।