নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আজ নয়াদিল্লির হরিনগর এলাকায় সারারাত বৃষ্টিতে একটি মন্দিরের দেওয়াল ভেঙে প্রায় ৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দু’জন নাবালিকা, দু’জন মহিলা ও তিন জন পুরুষ ছিল।
পুলিশ জানিয়েছে, দক্ষিণ-পূর্ব দিল্লির হরিনগরে একটি পুরনো মন্দিরের পাশে একটি ঝুপড়িতে বেশ কিছু মানুষ বাস করেন। ওই পরিবারগুলি পুরনো জিনিসপত্র বিক্রি করে জীবিকা নির্বাহ করে। এদিন সকালে মন্দিরের একটি দেওয়াল ভেঙে পড়ে ঝুপড়িতে। আটজন চাপা পড়েন। ভেতর থেকে শিশুদের আর্তনাদ শোনা যায়। গুরুতর জখম অবস্থায় সবাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সাতজন মারা যান।
দক্ষিণ-পূর্ব দিল্লির অতিরিক্ত ডিসিপি ঐশ্বর্য শর্মা বলেন, “এখানে একটি বহু পুরনো মন্দির রয়েছে। তার পাশে ঝুপড়িতে সবাই থাকতেন। রাতভর ভারী বৃষ্টির জেরে দেওয়াল ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটেছে। আমরা এখন এখান থেকে সবাইকে সরাচ্ছি। যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা না ঘটে।”
Sponsored Ads
Display Your Ads Here