নিজস্ব সংবাদদাতাঃ কালিম্পংঃ আচমকা শনিবার কালিম্পংয়ের এগারো মাইলের একটি দোকানে আগুন লেগে ভয়ানক বিপত্তি ঘটে। দোকানের মধ্যে থাকা প্লাস্টিক ও লোহালক্কড় মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এর জেরে একের পর এক প্রায় সাতটি বাড়িতে আগুন ছড়িয়ে বাড়িগুলি একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে।
জানা যাচ্ছে, প্রথমে একটি দোকানে আগুন লাগে। পরে সেই আগুন আশপাশের দোকান সহ বাড়িতে ছড়িয়ে পড়ে। মূলত কাঠের বাড়ি হওয়ায় আগুন মুহূর্তের মধ্যেই ভয়াবহ আকার নেয়। এরপর দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। দমকলের পাশাপাশি সেনা ছাউনিতে থাকা ভারতীয় সেনাও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
জেলাশাসক অগ্নিকাণ্ডের প্রসঙ্গে জানান, ‘‘লোহালক্কড়ের দোকান থেকেই এই আগুনের উৎপত্তি। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে তা ছড়িয়ে পড়ে।’’ কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কিভাবে তা ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।