নিজস্ব সংবাদদাতাঃ নেপালঃ নেপালে বিমান দুর্ঘটনায় প্রায় ৬৭ জনের মৃত্যু হয়েছে। কাঠমাণ্ডু থেকে পোখরাগামী ওই বিমানে মোট ৭২ জন সওয়ারি ছিলেন। তাদের মধ্যে চার জন বিমানের চালক ও ক্রু সদস্য আর ৫৩ জন নেপালী এবং পাঁচ জন ভারতীয় সহ ১৫ জন বিদেশী যাত্রী ছিলেন। যাদের মধ্যে ছ’জন শিশুও ছিল।
নেপালের ইয়েতি এয়ারলাইন্স টুইন ইঞ্জিন চালিত এটিআর ৭২ বিমানটি পরিচালনার দায়িত্বে ছিল। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি ওড়ার ২০ মিনিট পর পোখরার পুরনো ও নতুন বিমানবন্দরের মাঝামাঝি পোখরার সেতি নদীর পারে ওই বিমান নদীখাতে ভেঙে পড়ে আগুন লেগে যায়।
প্রাথমিক ভাবে অনুমান হচ্ছে যে, খারাপ আবহাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে নেপালের অসমারিক বিমান পরিবহণ কর্তৃপক্ষ (সান) দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার জন্য পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি তৈরীর নির্দেশ দিয়েছেন।
এই দুর্ঘটনায় যাত্রীদের মৃত্যুর খবর পেয়ে।ভারতের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া টুইটারে শোকজ্ঞাপন করে লিখেছেন, ‘‘নেপালের বিমান দুর্ঘটনায় মৃতদের পরিবারকে সমবেদনা জানাই। ওম শান্তি।’’