নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ এবার হাওড়ার ভারত জুটমিল বন্ধ হয়ে গেল। গতকাল কাজ করতে এসে শ্রমিকেরা দেখেন, দরজা খোলা কিন্তু ভিতরে সমস্ত যন্ত্রের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের কারোর দেখা নেই। কোনো নোটিশ ছাড়াই কারখানা বন্ধ হওয়ায় শ্রমিকেরা অবস্থান বিক্ষোভ শুরু করেন।
প্রসঙ্গত, অতি সম্প্রতি একদিন রাতেরবেলা মালিকপক্ষের লোকজন কারখানায় ঢুকে দখল নিতে গেলে শ্রমিকপক্ষের সাথে হাতাহাতি শুরু হয়। এরপর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তারপর এদিন সকালবেলা ৬টার শিফটে শ্রমিকেরা এসে দেখেন, ভিতরের সমস্ত যন্ত্রপাতির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। এছাড়া কাঁচা পাটও সরিয়ে নেওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এর পরেই শ্রমিকেরা অবস্থান-বিক্ষোভ শুরু করেন। এই কারখানা বন্ধ হওয়ার ফলে প্রায় ৬০০ জন শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। শ্রমিকরা জানান, ‘‘কারখানা না খুললে রাস্তা অবরোধ করা হবে। এর পাশাপাশি থানা ঘেরাও থেকে শুরু করে জেলাশাসকের দপ্তরও ঘেরাও করবেন।’’
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে বাপ্পা অধিকারী নামে এক জন শ্রমিকের কথায়,, ‘‘শনিবার কর্তৃপক্ষ শ্রমিক সংগঠনের নেতাদের বৈঠকে ডেকে জানান, আর্থিক সমস্যার জেরে আগামী এক সপ্তাহের জন্য কারখানা বন্ধ রাখা হবে। কিন্তু সংগঠন জানিয়ে দেয়, বিনা নোটিশে কারখানা বন্ধ করা যাবে না।’’
Sponsored Ads
Display Your Ads Here
তবে আগেই জানা গিয়েছিল, কারখানাটির মালিকানা নিয়ে মালিকপক্ষের মধ্যে পারিবারিক বিবাদ রয়েছে। তাই সেই কারণে কারখানা বন্ধ হয়েছে কি না, তা জানা যায়নি। কারখানা কর্তৃপক্ষের সাথে এই বিষয় চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।