নিজস্ব সংবাদদাতাঃ আসানসোলঃ আজ আসানসোলের জামুড়িয়ার তপসি রেল সাইডিং এলাকায় বগি থেকে লৌহ আকরিক নামাতে গিয়ে উল্টে গিয়েছে একটি মালগাড়ি। আর দুর্ঘটনায় আহত হয়েছেন ৬ জন কর্মরত শ্রমিক।
রেল সূত্রে জানা গিয়েছে, একটি নির্দিষ্ট অংশ থেকে আকরিক নামানোর ফলে বগির একটি দিক হালকা হয়ে যায়। ফলে ভারী দিকটি উল্টে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। এর জেরে শ্রমিকরা মাথায় ও শরীরের অন্যান্য অংশে গভীর ভাবে আহত হওয়ায় তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রেল কর্তৃপক্ষ এবং জামুড়িয়া থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে এই দুর্ঘটনার কারণে অন্য মালগাড়িগুলিও সমস্যার সম্মুখীন হয়েছে। আর ওই মালগাড়িগুলি থেকেও লৌহ আকরিক ও অন্যান্য কাঁচামাল নামানোর কথা ছিল। পূর্ব রেলওয়ের মুখ্য জন সংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, ‘‘রেলওয়ে সাইডিংয়ে এই দুর্ঘটনাটি ঘটায় জনসাধারণের কোনো সমস্যা হবে না বা ট্রেন চলাচল বিঘ্নিত হবে না।’’
