নিজস্ব সংবাদদাতাঃ গুজরাটঃ গুজরাত ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের (ডিআইডিসি) সচিন এলাকায় অবস্থিত বিশ্বপ্রেম ডায়িং অ্যান্ড প্রিন্টিং মিলে রাস্তায় দাঁড়ানো ট্যাঙ্কার থেকে রাসায়নিক লিক করে বিষাক্ত ধোঁয়ায় মৃত্যু হলো ৬ জন শ্রমিকের। আহত হয়েছেন প্রায় ২০ জন শ্রমিক। তবে মৃতের সংখ্যা আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ ভোরবেলা এই দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বডোদরা থেকে আসা একটি ট্যাঙ্কারের চালক ওই রাসায়নিক ভর্তি ট্যাঙ্কার থেকে বর্জ্যপদার্থ বার করে নর্দমায় ফেলার সময় বাতাসের সংস্পর্শে তা আসামাত্রই এই দুর্ঘটনাটি ঘটে। ওই সময় কাছেই একটি চায়ের দোকানের বসে বহু শ্রমিক চা খাচ্ছিলেন। ফলে তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন।
পুলিশ আধিকারিকরা খবর পেয়ে ঘটনাস্লে এসে পৌঁছায়। এরপর অসুস্থদের উদ্ধার করে সুরাট সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর সেখানেই ছ’জনের মৃত্যু হয়। বাকিদের চিকিৎসা চলছে। আপাতত মৃতদের পরিচয় জানা যায়নি। কিন্তু প্রত্যেকেই সুরাটেরর ওই এলাকার একটি শাড়ি কারখানার শ্রমিক।
এই দুর্ঘটনার পর ওই ট্যাঙ্কারের চালক এলাকা ছেড়ে পালিয়ে গেছে। ইতিমধ্যে সুরাট পুলিশ ওই ট্যাঙ্কারের চালকের খোঁজে তল্লাশি শুরু করে দিয়েছে। এছাড়া ট্যাঙ্কারের ভিতরে কী রাসায়নিক পদার্থ ছিল তা এখনো জানা যায়নি। তবে কারখানার ভিতরে কোনো বিষাক্ত গ্যাসের উৎস খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি মৃতদেরও পরিচয় জানার চেষ্টা চলছে।