অজানা প্রাণীর কামড়ে মৃত্যু হলো ৬ জন গ্রামবাসীর

Share

নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ মধ্যপ্রদেশের বারওয়ানি জেলার লিম্বাই গ্রামে অজানা রোগে আক্রান্ত হয়ে প্রায় ৬ জনের মৃত্যু হয়েছে। আর এই খবর ছড়িয়ে পড়তেই গ্রাম জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরী হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৫ ই মে গভীর রাতেরবেলা একটি প্রাণী বেশ কয়েক জন ঘুমন্ত গ্রামবাসীদের উপর চড়াও হয়ে কামড় দিয়ে চলে যায়। এরপরই গ্রামবাসীরা অসুস্থ হয়ে পড়েন। অনেকে জানান, ‘‘ওই ঘটনার পরদিন সকালবেলা এক জন বাড়ির উঠোনে ঝাঁট দেওয়ার সময় ওই প্রাণী তার উপর ঝাঁপিয়ে পড়ে।’’ আর এখনো প্রাণীটিকে গ্রামের তিনটি আলাদা আলাদা জায়গায় ঘোরাফেরা করতে দেখা গিয়েছে।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ‘‘রহস্যময় ওই প্রাণীটিকে অনেকটা কুকুরের মতো দেখতে। কিন্তু প্রাণীটি ঠিক কুকুর নয়, বরং হায়নার মতো নানা বৈশিষ্ট্যও রয়েছে। আর চারটি পা অসমান। পিঠ ঢালু ও মসৃণ।’’ এই ঘটনার পরেই আক্রান্ত সতেরো জনকে বারওয়ানি এবং ইনদওরের চিকিৎসাকেন্দ্রগুলিতে ভর্তি করানো হয়। সেখানে তাদের জলাতঙ্ক প্রতিরোধী টিকাও দেওয়া হয়েছিল। তবে সব রকম চিকিৎসা সত্ত্বেও ছ’জনকে বাঁচানো যায়নি।


নিহতদের মধ্যে দুই মহিলা ও চার জন পুরুষ ছিলেন। সকলেরই বয়স চল্লিশ বছর থেকে ষাট বছরের মধ্যে। গতকালও ৪০ বছর বয়সী সুনীল নামে এক জন যুবকের মৃত্যু হয়েছে। তবে রহস্যময় প্রাণীটি আসলে কি? তা নিয়ে চিকিৎসকেরাও ধন্দে রয়েছে। জীবিত এগারো জনকে পরীক্ষা করা চিকিৎসকদের দল বলেন, ‘‘কখনো এমন অদ্ভুত ধরনের কামড় দেখিনি। আমরা সমস্ত দিক তদন্ত করে দেখছি।’’

এদিকে, গতকাল বারওয়ানির কালেক্টর গুঞ্চা সানোবার গ্রামটি পরিদর্শন করে জানালেন, ‘‘সমস্ত নিয়ম মেনেই আক্রান্তদের চিকিৎসা হয়েছিল। জলাতঙ্কের টিকাও দেওয়া হয়েছিল। ওই অ্যান্টির‍্যাবিস টিকার কার্যকারীতা পরীক্ষা করার জন্য টিকার নমুনা কসৌলের জাতীয় ওষুধ পরীক্ষাগারে পাঠানো হয়েছে।’’ অন্যদিকে, বন দপ্তরও অজানা ওই প্রাণীর খোঁজে নেমেছে। আর প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্তদের পরিবারকে আট লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।



Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031