নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ ওড়িশার গঞ্জাম ও কন্ধমল জেলার সীমান্তে কলিঙ্গঘাটের কাছে পর্যটকবাহী একটি বাস খাদে পড়ে গিয়ে ছ’জন পর্যটকের মৃত্যু হয়েছে। আর ওই ছ’জন পর্যটক প্রত্যেকেই হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা ছিলেন।
মৃতরা হলেন রিমা দেঁরে, মৌসুমি দেঁরে, বর্ণালী মান্না, সুপ্রিয়া দেঁরে ও সঞ্জিত পাত্র। আর পর্যটকদের দলটির সঙ্গে থাকা রাঁধুনীরও মৃত্যু হয়েছে। এছাড়া এই দুর্ঘটনায় বাসের আরো ৪২ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
জানা গিয়েছে, এই রাজ্য থেকে ৭৭ জনের একটি দল ওড়িশার দারিংবাড়িতে বেড়াতে এসেছিল। যাদের অধিকাংশই হাওড়ার বাসিন্দা। গতকাল রাতেরবেলা ওই দলটি দারিংবাড়ি থেকে বিশাখাপত্তনমের পথে রওনা হয়েছিল। কিন্তু আচমকা বাসটি বাঁকের মুখে এসে নিয়ন্ত্রণ হারিয়ে নীচে নদীখাতে পড়ে যায়।
প্রাথমিক ভাবে এলাকার বাসিন্দারা উদ্ধার কাজে নামেন। পরে পুলিশ এবং দমকল খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায়। এদিন সকালবেলা পর্যন্ত উদ্ধার কাজ চালানো হয়। আপাতত আহতদের উদ্ধার করে স্থানীয় ভাঞ্জানগর হাসপাতালে ভর্তি করা হয়।