নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশেও ছড়িয়েছে বার্ড-ফ্লু। উত্তরপ্রদেশের পিলভিট জেলার পুরাণপুর এলাকায় মৃত কাকের মাংস খেয়ে ৬ টি কুকুরের মৃত্যু হয়েছে। মনে করা হচ্ছে, মৃত কাকগুলির বার্ড ফ্লু থাকায় ৬ টি কুকুরের মৃত্যু হল।
এর আগে পুরাণপুরের শেরপুর রোডে ১২ টি কাককে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়। এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয়দের পক্ষ থেকে পশুপালন দপ্তরে খবর দেওয়া হয়।
তারপরই আচমকা রাস্তায় ৬ টি কুকুর মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের জোর সন্দেহ বার্ড ফ্লু তে মৃত কাকের মাংস খেয়েই তাদের মৃত্যু হয়েছে।
বার্ড-ফ্লুর সত্যতা যাচাইয়ের জন্য সরকারী আধিকারিকরা স্থানীয় পঞ্চায়েত বাজার থেকে মুরগির মাংসের নমুনা পরীক্ষা করার জন্য নিয়ে গেছেন। পরপর কাক ও কুকুরের মৃত্যুকে ঘিরে আতঙ্ক দানা বেঁধেছে সমগ্র এলাকায়।