ব্যুরো নিউজঃ কাবুলঃ আজ পশ্চিম কাবুলের একটি উচ্চ বিদ্যালয়ে পর পর তিন বার বিস্ফোরণ ঘটে। আফগান নিরাপত্তা বাহিনী ও স্বাস্থ্য আধিকারিকদের মতে, নিহত হয়েছেন ৬ জন ও আহত হয়েছেন ১১ জন। ইতিমধ্যেই আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তালিবানের তরফ থেকে জানানো হয়েছে, আগস্ট মাসের পর থেকে আফগানিস্তান যথেষ্ট নিরাপদ রয়েছে। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এখনো অবধি কাবুল সন্ত্রাসবাদী হামলা থেকে মুক্ত হয়নি। তবে এখনো পর্যন্ত সন্ত্রাসবাদী দল এর কোনো দায় স্বীকার করেনি।
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত উল্লেখ্য, ওই এলাকার অনেকেই শিয়া হাজারা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। সন্দেহের তীর সুন্নি সম্প্রদায়ের অন্তর্গত সন্ত্রাসবাদী দলের দিকেই।
Sponsored Ads
Display Your Ads Here