নিজস্ব সংবাদদাতাঃ অন্ধ্রপ্রদেশঃ রবিবার অন্ধ্রপ্রদেশের তিরুমালাঘাট রোডের মতো ব্যস্ত রাস্তার মাঝে চলন্ত গাড়িতে সেলফি তুলতে তুলতে কেরামতি দেখানোর পাশাপাশি বেপরোয়া গতিতে গাড়ি ছোটানোর জেরে চব্বিশ ঘণ্টা পেরোতে না পেরোতেই পুলিশের হাতে অভিযুক্তরা সকলে ধরা পড়ে।
জানা গিয়েছে, এদিন একটি কালো মাহিন্দ্রা এক্সইউভি বেপরোয়া গতিতে ছুটছিল। আর গাড়ির সওয়ারিরা বিপজ্জনক ভাবে গাড়ির জানলা থেকে ঝুলছিল। সাথে সেলফি তোলাও চলছিল। এদের মধ্যেই এক-দু’জন আবার উল্লাসে চিৎকার করতে করতে রিল বানাচ্ছিল। যা দেখে পথচারীরা শিউরে উঠছিলেন। এরপর এক জন পথচলতি গাড়িচালক পুলিশের কাছে খবর দেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সোমবারই ছয় জন তরুণকে গ্রেফতার করে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই তরুণরা সকলেই হায়দ্রাবাদের বাসিন্দা।
Sponsored Ads
Display Your Ads Here
পাশাপাশি গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে বলা হয়েছে, শীঘ্রই অভিযুক্ত ওই তরুণদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, “ওই এক দল তরুণ যেভাবে গাড়ি থেকে ঝুলতে ঝুলতে সেলফি তুলছিল ও রিল বানাচ্ছিল তাতে যেকোনো সময় তাদের বড়োসড়ো বিপদ ঘটে যেতে পারত। এছাড়া, জনবহুল রাস্তায় বিপজ্জনক গতিতে গাড়ি ছোটানোর ফলে অন্যান্য পথচারী বা গাড়িচালক দুর্ঘটনার মুখে পড়তে পারতেন।”
Sponsored Ads
Display Your Ads Here