ব্যুরো নিউজঃ টেক্সাসঃ টেক্সাসের ডালাস এগ্জিকিউটিভ বিমানবন্দরে একটি এয়ার শোয়ের আয়োজন করা হয়েছিল। সেখানে একটি বড়ো আকারের বোয়িং বি-১৭ বম্বার বিমানের সঙ্গে অপেক্ষাকৃত ছোটো বেল পি-৬৩ কিংকোবরা বিমানের সংঘর্ষের জেরে মৃত্যু হয়েছে প্রায় ৬ জনের।
এয়ার শো চলাকালীন বোয়িং বি-১৭ বম্বার বিমানটি আকাশে নিজের গতিপথ ধরে সোজা যাচ্ছিল। কিছু দূর এগোনোর পর বেল পি-৬৩ কিংকোবরা বিমানটি পাশ থেকে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা বোয়িং বি-১৭ বম্বারের সাথে ধাক্কা খেতেই দু’টি বিমানই ভেঙে আকাশ থেকে টুকরো টুকরো নীচে ছড়িয়ে পড়ে।
Sponsored Ads
Display Your Ads Here
তাতে আগুনের ফুলকিও দেখা যায়। এই ঘটনাটির পর জাতীয় পরিবহণ নিরাপত্তা বোর্ড, ডালাস পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। এই এয়ার শো দেখতে অনেকে হাজির হয়েছিলেন। আর তাদের মধ্যেই কারোর ক্যামেরায় এই দুর্ঘটনার দৃশ্য ধরা পড়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
যা ইতিমধ্যে নেটমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। কিন্তু এই দুর্ঘটনাগ্রস্ত বিমানগুলির চালকরা জীবিত আছেন কিনা তা এখনো জানা যায়নি। তবে এমন দুর্ঘটনা ঘটেছে কিভাবে তা খতিয়ে দেখা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বি-১৭ বম্বার বিমান জার্মানিকে পর্যদস্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এরপর থেকে এই ধরনের বিমান প্রচুর তৈরী করা হয়েছে। এছাড়া ওই সময় প্রথম পি-৬৩ কিংকোবরা জাতীয় বিমান তৈরী করা হয়েছিল। আর সোভিয়েত রাশিয়া এগুলি ব্যবহার করত।