নিজস্ব সংবাদদাতাঃ অন্ধ্রপ্রদেশঃ অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে টিকিট সংগ্রহকে ঘিরে বিশৃঙ্খলার জেরে পদপিষ্ট হয়ে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। এই গোটা ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। আর নেটিজেনরা এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য প্রশাসনের অব্যবস্থাকেই দায়ী করেছে।
সূত্রের খবর, তিরুপতি মন্দিরে দশ দিনের (১০ই জানুয়ারী থেকে ১৯ শে জানুয়ারী) বৈকুণ্ঠ একাদশী উপলক্ষ্যে ভেঙ্কটেশ্বর স্বামী বালাজির মন্দিরের সামনে ‘বৈকুণ্ঠদ্বার দর্শন’ টিকিটকেন্দ্রের অদূরে বৈরাগী পট্টিতা পার্কে দর্শনার্থীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গিয়েছে। ‘বৈকুণ্ঠদ্বার’ দর্শনের জন্য মন্দির চত্বরে টিকিটের জন্য রীতিমতো মারপিট শুরু হয়ে যায়। যার কারণে এই পদপিষ্টের ঘটনা ঘটেছে। পুলিশ ও স্বেচ্ছাসেবকেরা অনেক চেষ্টা করেও সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না।
পুলিশ বাধ্য হয়ে উন্মত্ত জনতার উপর লাঠিচার্জ করেছে। অন্যদিকে, কয়েক জন অসুস্থ মহিলাকে সিপিআর দেওয়ার এবং আহত ব্যক্তিদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উল্লেখ্য, তিরুপতি মন্দিরের ১০ দিনের (১০-১৯ জানুয়ারি) বৈকুণ্ঠ একাদশী এবং ভক্তসংখ্যার নিরিখে তিরুপতি মন্দির দেশের মধ্যে শীর্ষস্থানীয়। পাশাপাশি, সেখানকার ভিড় সামলানোর ব্যবস্থাপনাও বহুল প্রশংসিত। কিন্তু এবার সেখানেও ভিড়ের জেরে পদপিষ্ট হওয়ার মতো ঘটনা ঘটলো।
‘তিরুমালা তিরুপতি দেবস্থানম (টিটিডি)’ ট্রাস্টের চেয়ারম্যান বিআর নায়ডু জানান, ‘‘ইতিমধ্যেই মৃতদের মধ্যে এক জনের দেহ শনাক্ত করা হয়েছে।’’ আজ সকালেই অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু তিরুপতি পৌঁছেছেন। আহতদের সাথে দেখাও করবেন। আর এই বিষয়ে শোকপ্রকাশ করে বলেন, ‘‘আমি অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে পদপিষ্ট হওয়ার ঘটনায় ব্যথিত। যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা। আমি প্রার্থনা করি, আহতেরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। অন্ধ্রপ্রদেশের সরকার ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরণের সহায়তা দিচ্ছে।’’