নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রঃ এক মাসের ব্যবধানে মহারাষ্ট্রের জলগাঁওয়ের পরে এবার ঠাণের ডোম্বিবলি এলাকায় এমআইডিসি ফেজ-২-এ অমুদন কেমিক্যাল কোম্পানীর রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় ৬ জন প্রাণ হারিয়েছেন। আর প্রায় ২৫ জন গুরুতর আহত হয়েছেন। এই বিস্ফোরণের জেরে সমগ্র কারখানায় আগুন ধরে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
সূত্রের খবর, প্রথমে রাসায়নিক কারখানার ভিতরে একটি বয়লারে আগুন লাগে। এরপর আরো দু’টি বয়লারে বিস্ফোরণ ঘটতেই এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার পর দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা খবর পেয়ে পনেরোটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।
Sponsored Ads
Display Your Ads Here
তবে জ্বলন্ত কারখানার মধ্যে আরো কয়েক জন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। সেক্ষেত্রে হতাহতের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে। রাজ্যের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশের দাবী, “দুর্ঘটনার দশ মিনিটের মধ্যে দমকল ঘটনাস্থলে পৌঁছায়। এছাড়া জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) জওয়ানেরাও ঘটনাস্থলে উপস্থিত হয়।”
Sponsored Ads
Display Your Ads Here