নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশের জৌনপুরের মাছলিশহর এলাকায় এক দলিত কিশোরীকে নিগ্রহের অভিযোগ উঠলো। পাশাপাশি অভিযুক্তরা এই ঘটনাটির ভিডিয়ো করেছেন।
ভিডিয়োটিতে দেখা গেছে, কিশোরীকে গোরে, পাপ্পু, ভিকি, আশিস, প্রমোদ ও শেষমণি নামে ছয় জন যুবক জোর করে একটি নির্জন নিরলা জায়গায় নিয়ে গিয়ে নির্যাতন করে। এরপর সে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসতেই গোরে, পাপ্পু, ভিকি, আশিস, প্রমোদ এবং শেষমণি পালিয়ে যায়। এদিকে কাউকে কিছু না বলার জন্য প্রাণে মারার হুমকি দেওয়ায় ওই কিশোরী বিষয়টি সম্পূর্ণ গোপন রাখে।
কিন্তু এই ঘটনাটির ভিডিয়ো নেটমাধ্যমে প্রকাশ্যে আসতেই ওই কিশোরীর মা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালিয়ে কয়েক ঘণ্টার মধ্যে ছয় জন অভিযুক্তদের গ্রেফতার করে ভারতীয় দণ্ডবিধির ১৪৭, ৩৫৪, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলা রুজু করেছেন। এছাড়াও তফশিলী জাতি-উপজাতি আইনেও অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।