ওভার ব্রিজে ডাম্পার ও যাত্রীবোঝাই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৬ জন

Share

নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ বাঁকুড়ার বিষ্ণুপুর ষাট নম্বর জাতীয় সড়কে ওভার ব্রিজের উপর একটি যাত্রী বোঝাই বেসরকারী বাসের সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে ৬ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য পড়ে যায়।

স্থানীয় সূত্রে গেছে, একটি ডাম্পার বাঁকুড়ার দিক থেকে জাতীয় সড়ক ধরে মেদিনীপুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে, বাসটি বিষ্ণুপুর বাস স্ট্যান্ড থেকে জাতীয় সড়ক ধরে কোতলপুরের দিকে যাচ্ছিল। এরপর বাস ও ডাম্পারটি ওভারব্রিজে বাঁক নেওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হতেই বাসের সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়। আর ছ’জন যাত্রীও আহত হয়েছেন। বিষ্ণুপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান। তারপর আহতদের বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। পাশাপাশি এই ঘটনার জেরে বাস এবং ডাম্পারকে আটক করে দুর্ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram