নিজস্ব সংবাদদাতাঃ গুজরাতঃ গুজরাতের খেড়ায় আয়ুর্বেদিক কফ সিরাপ খেয়ে মৃত্যু হয়েছে ৬ জনের। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে পুলিশ নির্দিষ্ট ওই আয়ুর্বেদিক কফ সিরাপের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে।
সূত্রের খবর, আচমকা খেড়ার বিভিন্ন গ্রামে এই আয়ুর্বেদ কফ সিরাপ বিক্রি শুরু হয়। প্রতি বোতলের দাম ১৩০ টাকা ছিল। কিন্তু ওই কফ সিরাপ খাওয়ার পর মোট ছয় জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, সংশ্লিষ্ট কফ সিরাপ খাওয়ার পরই বমি হওয়া থেকে শুরু করে শরীরে নানা উপসর্গ দেখা যায়।

এরইমধ্যে সুরাত পুলিশ ওই আয়ুর্বেদিক সিরাপের সাত জন বিক্রেতাদের গ্রেফতার করে ২ হাজার ১৯৫টি বোতল বাজেয়াপ্ত করেছে। পাশাপাশি ওই সিরাপ পরীক্ষা করে দেখার জন্য পরীক্ষাগারে নমুনা পাঠানো হয়েছে। আর ওই সিরাপ বাজারে এল কিভাবে সেই বিষয়ও তদন্ত করে দেখা হচ্ছে।
