নিজস্ব সংবাদদাতাঃ পুরুলিয়াঃ গোটা রাজ্য জুড়ে আবারও লাফিয়ে লাফিয়ে করোনা ভাইরাস বেড়েই চলেছে। পুরুলিয়াতেও দৈনিক সংক্রমণ ঊর্ধ্বমুখী। বৃহস্পতিবার পুরুলিয়া মেডিকেল কলেজের প্রথম বর্ষের ১৯ জন পড়ুয়া করোনা সংক্রমিত হয়েছে। আর গতকাল দ্বিতীয় বর্ষের মোট ৩৯ জন পড়ুয়া নতুন করে সংক্রমিত হয়েছে।
প্রথম বর্ষের পড়ুয়াদের মধ্যে করোনা ধরা পড়ার পর দ্বিতীয় বর্ষের ৮২ জন পড়ুয়ার করোনা পরীক্ষা করা হয়। যাদের মধ্যে ৩৯ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। সব মিলিয়ে এই মুহুর্তে পুরুলিয়া মেডিকেল কলেজের ৫৮ জন পড়ুয়া করোনা সংক্রমিত হয়েছেন। যা যথেষ্ট উদ্বেগজনক।
Sponsored Ads
Display Your Ads Here
পুরুলিয়া মেডিকেল কলেজের এমএসভিপি সুকমল বিষয়ী করোনা আক্রান্ত ওই পড়ুয়াদের হস্টেল খালি করার পাশাপাশি বলেন, ‘‘প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের ক্লাস ও দ্বিতীয় বর্ষের ছাত্র-ছাত্রীদের ইন্টার্নাল পরীক্ষা অনলাইনে হবে। আর একই সাথে জেলায় করোনাবিধির উপরও জোর দেওয়া হয়েছে।’’
Sponsored Ads
Display Your Ads Here