নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ আজ সকালে পূর্ব বর্ধমানের ভাতারের বড়বেলুন কোটালবাড়ি বাসস্ট্যান্ডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রীবাহী বাস নয়ানজুলিতে উল্টে যায়। মর্মান্তিক এই পথ দুর্ঘটনার জেরে আহত হয়েছেন প্রায় ৫০ জন যাত্রী। তাদের মধ্যে ২০ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা যায়, কাটোয়া-মালাডাঙ্গা রুটের একটি বেসরকারী বাস মালডাঙ্গা থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল। আচমকাই কোটালবাড়ি বাসস্ট্যান্ডের কাছে বাসের সামনের চাকা ফেটে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে যায়। আচমকাই বিকট আওয়াজ পেয়ে ঘটনাস্থলে স্থানীয়রা ছুটে আসেন। তারাই উল্টে যাওয়া বাসের ভিতর থেকে যাত্রীদের উদ্ধার করতে শুরু করেন।
স্থানীয়দের মাধ্যমে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ভাতার থানার পুলিশ ও দমকল বাহিনী আসেন। তাদের তৎপরতায় আটকে যাওয়া ৫০ জন যাত্রীকে উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিত্সার জন্য ভাতার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তদের মধ্যে ২০ জনের অবস্থা সংকটজনক হওয়ায় তাদের দ্রুত বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। আপাতত তারা হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। জানা যায় বাসের বেশীরভাগ যাত্রীই ভাতারের বড়বেলুন এবং নাসিগ্রামের বাসিন্দা।