রাজ খানঃ বর্ধমানঃ বর্ধমানের আউশ গ্রামে দু’জন কিশোরীকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে পাঁচ জন যুবক মিলে গনধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।
পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ি থেকে কিছুটা দূরে ওই দু’জন কিশোরী খেলা করছিল। এরপর তাদের বাড়িতে পৌঁছে দেবার নাম করে ওই পাঁচ জন যুবক কিশোরীদের জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
তারপরে তারা কোনোক্রমে বাড়িতে পৌঁছে বাড়ির লোকেদের জানালে তাদের প্রথমে বননবগ্রাম হাসপাতাল ও পরে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই নির্যাতিতা দু’জন কিশোরীর পরিবারের তরফ থেকে আউশগ্রাম থানায় অভিযোগ করা হয়।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=zM1eDG_lLq8
নির্যাতিতাদের পরিবারের অভিযোগের ভিত্তিতে আউশগ্রাম থানার পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত ৫ জন যুবককে মানকর থেকে গ্রেপ্তার করে। আগামীকাল তাদের বর্ধমান আদালতে তোলা হবে।