নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ মহারাষ্ট্রের পারভানি জেলার ভাউচা তান্ডা এলাকায় সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু হয়েছে ৫ জন শ্রমিকের। আর এক জন শ্রমিকের অবস্থা বেশ আশঙ্কাজনক। এই ঘটনায় মৃতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
সূত্রের খবর, ছয় জন শ্রমিক একটি খামারের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমেছিলেন। এরপর ট্যাঙ্কের ভিতরে ঢোকার কিছুক্ষণের মধ্যেই অসুস্থ বোধ করেন। আর অচৈতন্য হয়ে পড়েন। তারপর বেশ কিছুক্ষণ সময় কেটে যাওয়ার পর ট্যাঙ্কের ভিতর থেকে কোনো রকম সাড়াশব্দ না পাওয়ায় খামারের মালিক ট্যাঙ্কের ভিতরে উঁকি মারতেই দেখেন ছয় জন শ্রমিক অচৈতন্য হয়ে পড়ে রয়েছেন।
এরপর দ্রুত লোকজন ডেকে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসকরা পাঁচ জন শ্রমিককে মৃত বলে ঘোষণা করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এছাড়া আরো এক জন শ্রমিক সঙ্কটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। পাশাপাশি পুলিশ খামারের মালিকের বিরুদ্ধে একটি মামলা রুজু করেছেন। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, শ্রমিকদের ট্যাঙ্কের ভিতরের বিষাক্ত গ্যাসেই মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর ঘটনাটি আরো স্পষ্ট ভাবে জানা যাবে।